শরীয়া আইন না মেনে বিয়ের দায়ে ইমরান-বুশরা দম্পতির ৭ বছরের জেল

|

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা খানের ৭ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে । ২০১৮ সালে শরীয়া আইন লঙ্ঘন করে বিয়ের দায়ে এই রায় দেয় দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি অস্থায়ী আদালত।

দুজনের প্রত্যেককে ৫ লাখ করে পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। বুশরা খানের বিরুদ্ধে তার সাবেক স্বামীকে তালাক দিয়ে পুনরায় বিয়ে করার মাধ্যমে “ইদ্দত” নামে নির্দেশিত ধর্মীয় অনুশাসন না মানার অভিযোগ আনা হয়েছে। বলা হয়, সাবেক স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর একটি নির্দিষ্ট সময়ের বিরতি না দিয়েই তিনি ইমরান খানের সাথে গাঁটছড়া বাধেন।

প্রাক্তন এই ক্রিকেট সুপারস্টার, ২০১৮ সালের জানুয়ারিতে একটি গোপন অনুষ্ঠানে বুশরা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির গ্যারিসন কারাগারে বন্দি থাকলেও, তার স্ত্রী ইসলামাবাদ কারাগারে রয়েছেন।

আগামী বৃহস্পতিবার দেশটিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ইমরান অংশ নিতে পারছেন না। এ নিয়ে চলতি সপ্তাহে তার বিরুদ্ধে তিনটি রায় দিলো আদালত। এর আগে তিনি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং উপহার বেআইনিভাবে বিক্রি করার জন্য ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

এমএইচআর/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply