আলু আমদানি: বাজারে দাম কমার আভাস

|

ভারত থেকে আলু আমদানি বাড়ছে। দেড় মাস পর, শনিবার বিকেল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি শুরু হয়েছে। প্রতি টন আলুর দর ১৫০ মার্কিন ডলার। প্রতি কেজিতে প্রায় ৭ টাকা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। প্রতি কেজি আলু আমদানিতে দাম পড়ছে ২৫ থেকে ২৭ টাকা।

স্থানীয় উদ্ভিদ সংগনিরোধ অফিস বলছে, ইতিমধ্যে অর্ধশতাধিক ব্যবসায়ী ৩২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে এসব আলু আমদানি হলে খোলাবাজারে দাম অনেকটা কমে আসবে। সবশেষ গত ১৪ ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি হয়েছিল। রাজধানীর বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে।

বন্দরের ব্যবসায়ীরা বলছেন, মূলত আলুর দাম যেন সিন্ডিকেট করে কেউ বাড়াতে না পারে, সে জন্যই আমদানির সিদ্ধান্ত। এরইমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আলু ব্যবসায়ীরা হিলিতে এসে দামদর করা শুরু করেছেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট আহমেদ কবির বাবু জানান, সময়ের সাথে আরও আলু বাংলাদেশে ঢুকবে। তবে, শুল্ক আপাতত প্রত্যাহার করে নিলে দাম আরও কমানো সম্ভব বলে মনে করেন তিনি।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply