মিয়ানমারের আরও ৫ সীমান্তরক্ষী পালিয়ে এলেন বাংলাদেশে

|

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

এর আগে, রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বাহিনীটির ১৪ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। এ নিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর মোট ১৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিল।

এদিকে, রোববার সকাল থেকেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে। ভোরে গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপের বিকট শব্দে কেপে উঠেছে সীমান্তবর্তী এলাকা। মিয়ানমার থেকে ছোঁড়া বুলেট ও মর্টারশেল এসে পড়ছে সীমান্তবর্তী বসতবাড়িগুলোতে।

এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ছে। সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এছাড়া, কৃষিকাজসহ অন্যান্য দৈনন্দিন কাজে যেতেও ভয় পাচ্ছে বাসিন্দারা।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, রোববার ভোর থেকেই মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এ সময় স্থানীয়দের বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

অপরদিকে, বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply