সংবাদপত্রের নিউজ প্রিন্ট আমদানিতে শুল্ক কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। একইসাথে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব দাবি তুলে ধরেন নোয়াবের সভাপতি এ কে আজাদ। সংবাদ পত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন পর্যায়ে নির্ধারনের দাবিও জানান তিনি।
এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, নোয়াবের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে। রাজস্ব সংক্রান্ত যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে এর অপব্যবহারের বিষয়টিও বিবেচনায় নিতে হয় বলেও মন্তব্য করেন তিনি। কর-জিডিপি অনুপাত বাড়াতে ব্যক্তি করদাতাদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। এ ক্ষেত্রে বৃহৎ করদাতাদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
/এএস
Leave a reply