শেষ মুহূর্তে গোল খেয়ে অ্যাটলেটিকোর সাথে পয়েন্ট ভাগাভাগি রিয়ালের

|

শেষ সময়ে গোল করে প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয়ার অসংখ্য নজির রয়েছে রিয়াল মাদ্রিদের। বলা হয়, শেষ বাঁশি বাজার আগে রিয়ালের সামনে জয় উদযাপন করতে নেই। কেননা- যেকোনো সময় ম্যাচ নিজেদের করে নেয়ার প্রমাণ রিয়ালের চেয়ে বেশি কেউ দেয়নি। কিন্তু এবার সেই রিয়ালের কাছ থেকেই পয়েন্ট কেড়ে নিলো নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ২০ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। সেই লিড শোধ করতে পারছিল না অ্যাটলেটিকো। তবে রিয়ালের জয় থেকে মাত্র মিনিটখানেক দূরে থাকতে গোল করে অ্যাটলেটিকোকে এক পয়েন্ট এনে দেন মার্কোস ইয়োরেন্তে। ১-১ ড্র করেও জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ে ডিয়েগো সিমিউনের দল।

ড্রয়ের পরেও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচ খেলে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৫৮। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা। ৫০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। চার নম্বরে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৮।

ম্যাচটি খেলতে নামার আগ মুহূর্তে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। গা গরম করতে গিয়ে কাঁধে চোট অনুভব করেন ভিনিসিয়ুস জুনিয়র। তাই তাকে আর মাঠে নামাননি কোচ আনচেলত্তি। তবে ভিনির বদলে একাদশে জায়গা পাওয়া দিয়াজই গোল করে রিয়ালের মুখে হাসি ফুটিয়েছিলেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply