ইয়েমেনে আবারও মার্কিন হামলার শিকার হলো হুতিদের ঘাঁটি। টার্গেট করা হয়েছে গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে ধ্বংস করা হয়েছে একটি ক্রুজ মিসাইল ও চারটি অ্যান্টিশিপ মিসাইল। হুতিদের বিরুদ্ধে ব্রিটিশ-মার্কিন যৌথ অভিযানের একদিনের মাথায় হলো পাল্টা হামলা।
এর আগে, হুতি বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় হোয়াইট হাউস। জানানো হয়, লোহিত সাগরে হুতিদের হামলায় একের পর এক জাহাজ আক্রান্ত হওয়র জবাবে নেয়া হয়েছে এ পদক্ষেপ।
গত সপ্তাহে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সেনা মৃত্যুর পর, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাল্টা জবাবের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
এটিএম/
Leave a reply