গ্র্যামির মঞ্চে টেইলর সুইফটের নতুন অ্যালবামের ঘোষণা

|

মার্কিন গায়িকা টেইলর সুইফট তার ১১তম অ্যালবাম আগমনের ঘোষণা দিয়েছেন। গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে “মিডনাইটস” এর জন্য সেরা পপ অ্যালবামের পুরস্কার সংগ্রহের সময় তিনি এটি জানান।

টেইলর সুইফট জানান, এটি তিনি প্রায় ২ বছর ধরে গোপন রেখেছিলেন। অনুষ্ঠানের মঞ্চে ভক্তদের জানাতে পেরে তিনি খুব আনন্দিত বলেও জানান। নতুন এই অ্যালবামটি ১৯ এপ্রিল প্রকাশিত হবে যার শিরোনাম নির্ধারিত হয়েছে “দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট”। এই অ্যালবামটিতে থাকবে ১৬টি গান, তবে কিছু ভার্সনে দ্যা মানুস্ক্রিপ্ট নামে একটি বোনাস গান রাখার ঘোষণাও দেন তিনি। তবে বাকি গানগুলোর জনরা নিয়ে তিনি কিছুই জানাননি।

গায়িকার জনপ্রিয় মিডনাইটস অ্যালবাম কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছিল ১৬ লাখের বেশি। টেইলর সুইফট প্রথম শিল্পী যিনি ৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড জেতার কৃতিত্ব অর্জন করেছেন।

এর আগে ২০১০ সালে ফিয়ারলেস, ২০১৬ সালে পপ ক্রসওভার অ্যালবাম “১৯৮৯” এবং ২০২১ সালে ফোকলোরের জন্য গ্র্যামি জিতেছিলেন তিনি।

নতুন অ্যালবামের ঘোষণায় তার ভক্তদের মাঝে উন্মাদনার সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে, এটি ব্লকবাস্টার হিট হবে।

/এমএইচআর/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply