রিও ডি জেনেরিওতে ‘পুচ প্যারেড’

|

ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে হয়ে গেলো পোষ্যদের অংশগ্রহণে ‘পুচ প্যারেড’। রোববার (৪ ফেব্রুয়ারি) রঙ্গীন হয়ে ওঠে কোপাকাবানা বিচ। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নানা পোশাকে, ডিজনির বিভিন্ন জনপ্রিয় চরিত্রে সাজানো হয় আদরের কুকুরকে। লেজ নাড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ক্ষুদে অংশগ্রহণকারীরা। নানা সাজ-পোশাকে প্যারেডে অংশ নেন তাদের মালিকরাও। প্যারেডে নজর কাড়ে একটি কুকুরের মাসকট।
নাচ-গানের মাধ্যমে মুগ্ধ করে শহরবাসীকে। সাম্বার তালে-তালে পুরো সমুদ্রতট ঘোরে কুকুরের দল।

ব্রাজিলের ঐতিহাসিক কার্নিভ্যাল শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে। এর আগেই, সপ্তাহজুড়ে থাকে নানা আয়োজন। বিশ্বের সবচেয়ে নজরকাড়া কার্নিভাল দেখতে ভীড় জমাচ্ছেন পর্যটকরাও। সাম্বা নাচ, চোখ ধাঁধানো পরিবেশনার মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply