তাসকিনের বয়স হচ্ছে, তাকে যত্ন নিতে হবে: সুজন

|

ছবি: সংগৃহীত

একাধিকবার চোটে পড়ার কারণে আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তারকা পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া একরকম নিশ্চিত। এমন ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস। জাতীয় দলের সাবেক মেন্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, তাসকিন আহমেদের বয়স হচ্ছে, এখন থেকে ওকে যত্নে সামলাতে হবে। 

রোববার (৪ ফেব্রুয়ারি) মিরপুরে দুর্দান্ত ঢাকার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, এটা তাসকিনের ব্যক্তিগত ব্যাপার। সে নিজেই সিদ্ধান্ত নেবে। যেহেতু তাসকিনের বয়সও হচ্ছে, এখন তো আর ২৫-২৬ বছর বয়স নয়। হয়তো সেটা চিন্তা করবে যে, কতটুকু পারবে সে।

সুজন আরও বলেন, তাসকিনকে এখন যত্নে সামলাতে হবে। কারণ এ বছর অনেক টেস্ট ম্যাচ আছে, অনেক খেলা আছে। ওকে এখন সাবধানতায় সামলানোই সবচেয়ে ভালো হবে।

বিসিবি পরিচালক সুজন আরও বলেন, যেমন ওকে যেখানে প্রয়োজন নেই, নতুন একটা ছেলেকে আমরা পরখ করতে পারি, সেখানে তাসকিনকে না খেলানোই ভালো। গুরুত্বপূর্ণ সিরিজ বা বিশ্বকাপের মতো বড় আসর, এসব জায়গায় যেন আমরা ফিট তাসকিনকে পাই। তাসকিন থাকলে হয়তো অনেক ম্যাচই জিততে সহায়তা করবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply