বিদ্রোহীদের প্রবল প্রতিরোধে মিয়ানমারজুড়ে গেল তিনদিনে জান্তা বাহিনীর কমপক্ষে ৬২ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাওয়াদি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন বহু সেনা সদস্য। বিদ্রোহী জোটের হামলায় এই হতাহত হয়। দেশটির গণমাধ্যম ইরাওয়াদি নিউজ আরও জানায়, শাগাইন, মাগওয়ে এবং মান্দালয় প্রদেশে চলছে লড়াই।
একমাসের বেশি সময় ধরে, অঞ্চলগুলোয় গেরিলা হামলার পরিধি বাড়িয়েছে বিদ্রোহীরা। চলতি সপ্তাহে, চোরাগোপ্তা হামলার মূল টার্গেট ছিলো বিভিন্ন নিরাপত্তা চৌকি। হামলায় ড্রোনও ব্যবহৃত হয়। অন্যদিকে, শাগাইন রাজ্যে গেরিলা হামলার মুখে পিছু হঠেছে প্রায় ৪শ’ সেনা।
\এআই/
Leave a reply