বিদ্রোহীদের হামলায় জান্তার ৬২ সেনা নিহত

|

বার্মার কমিউনিস্ট পার্টির সশস্ত্র শাখা পিপলস লিবারেশন আর্মি বাহিনী সাগাইং অঞ্চলে মিয়ানমার জান্তার সামরিক বাহিনীর সদস্যদের সাথে লড়াই করছে। ছবি: গেটি ইমেজ।

বিদ্রোহীদের প্রবল প্রতিরোধে মিয়ানমারজুড়ে গেল তিনদিনে জান্তা বাহিনীর কমপক্ষে ৬২ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাওয়াদি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন বহু সেনা সদস্য। বিদ্রোহী জোটের হামলায় এই হতাহত হয়। দেশটির গণমাধ্যম ইরাওয়াদি নিউজ আরও জানায়, শাগাইন, মাগওয়ে এবং মান্দালয় প্রদেশে চলছে লড়াই।

একমাসের বেশি সময় ধরে, অঞ্চলগুলোয় গেরিলা হামলার পরিধি বাড়িয়েছে বিদ্রোহীরা। চলতি সপ্তাহে, চোরাগোপ্তা হামলার মূল টার্গেট ছিলো বিভিন্ন নিরাপত্তা চৌকি। হামলায় ড্রোনও ব্যবহৃত হয়। অন্যদিকে, শাগাইন রাজ্যে গেরিলা হামলার মুখে পিছু হঠেছে প্রায় ৪শ’ সেনা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply