সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা

|

ছবি: বিবিসি।

সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এ হামলায় অন্তত ৬ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার দেইর আল জোর প্রদেশের আল-ওমর সেনাঘাঁটিতে হয় ওই হামলা। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ)।

ঘাঁটিতে কুর্দি যোদ্ধাদের কমান্ডো ইউনিটকে প্রশিক্ষণ দিতো মার্কিন বাহিনী। তবে, এ হামলায় মার্কিন সেনা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘাঁটিতে প্রায় ৮শ’ মার্কিন সৈন্য রয়েছেন। হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ উঠেছে।

সম্প্রতি, জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে হামলায় প্রাণ যায় ৩ মার্কিন সেনার। তার জবাবে ইরাক ও সিরিয়ায় জোরালো অভিযান চালাচ্ছে বাইডেন প্রশাসন।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply