সেন্টমার্টিন ঘিরে বিশেষ পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী

|

বর্তমান সরকারের আমলের মতো একসাথে এত উন্নয়ন বাস্তবায়নের নজির বিরল। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন- কক্সবাজার ও সেন্টমার্টিন ঘিরে বিশেষ পরিকল্পনা আছে সরকারের। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে। এর ফলে দেশ অল্প সময়ের মধ্যে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। ভিডিও কনফারেন্সে ২০ টি জেলায় ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে ঢাকার মিরপুর, গাজিপুর, রংপুর, কিশোরগঞ্জ, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এ ৬ তলা ভবন বিশিষ্ট নগর মাতৃ সদন, ৩ তলা ভবন বিশিষ্ট ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৭ টি দীর্ঘ সেতু ও ৫৫০ মিটার দীর্ঘ জেটি এবং ৯ টি উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনও রয়েছে। পরে নওগা, জামালপুর, গাজিপুর, মাদারিপুর, কুমিল্লা জেলায় ভিডিও কনফারেন্সের করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply