নিজের এলাকায় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ট্রাক প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়। প্রশাসনের সহায়তা চেয়েও স্থায়ী সমাধান পাননি বলে জানিয়েছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ কার্যদিবসে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ কথা জানান তিনি। প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় এই দিনের কার্যদিবস। যা শেষ হয় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার মধ্য দিয়ে। প্রায় ৪ ঘণ্টার সেশনে নানা পর্বে নানা আলোচনা চলে। এর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন নিজ নির্বাচনী এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা।
এলাকার এ চাঁদাবাজি বন্ধে স্পিকারের মাধ্যমে সরকারের সহযোগিতা চেয়েছেন সিলেট-১ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন। চাঁদাবাজি বন্ধের পাশাপাশি সন্ত্রাসীরা এর মাধ্যমে যে টাকা সংগ্রহ করেছে, তা বাজেয়াপ্ত করতেও বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: আমি ফেসবুকের এমপি, তবে তা প্রধানমন্ত্রীর ফসল: ব্যারিস্টার সুমন
/এমএন
Leave a reply