সাবেক কাউন্সিলর বাচ্চুর ধর্ষণ মামলার বিচার চলবে: হাইকোর্ট

|

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বাসেত খান বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা স্থগিতের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মামলা স্থগিতাদেশ বাতিলের রায় প্রকাশ করেন।

আদালতের এই রায়ের ফলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণ মামলা চলতে এখন আর কোনো বাধা নেই। এ মামলায় আসামির পক্ষে ছিলেন আইনজীবী মো. ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেল।

মামলার বিবরণে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বাসেত খান বাচ্চু ২০১৬ সালের ৬ ডিসেম্বর রাত ৮টায় ভুক্তভোগীকে সালিশের জন্য তার অফিসে ডেকে পাঠান। ভিকটিম নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে গেলে এরপর ভিকটিমকে কাউন্সিলর বাচ্চু তার দক্ষিণ-পশ্চিম কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পরে ডাক্তার জোরপূর্বক যৌন মিলনের আলামত খুঁজে পান। এ ঘটনায় মুগদা থানায় ওই বছরের ৮ ডিসেম্বর ধর্ষণ মামলা করেন ভিকটিম।

এরপর ২০১৯ সালে আসামি আব্দুল বাসেত খান বাচ্চুর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply