ব্লিনকেনের সফরের মধ্যেও হামলা ইসরায়েলের

|

তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকটে গাজার শিশুরা। ছবি: আল জাজিরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাফাহ এবং দেইর আল বালাহ’র বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। রাফাহতে একটি লরিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে একই পরিবারের ৬ সদস্যের।

অন্যদিকে, দেইর আল বালাহতে একটি ভবনে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২০ জনের। এদিকে হামাস জানিয়েছে, গাজার নাসের হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে আটকা পড়েছেন প্রায় ৩শ’ স্বাস্থ্যকর্মী।

এছাড়াও ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের সংকটে ভুগছেন চার শতাধিক রোগী। গাজায় ইসরায়েলি তাণ্ডবে নিহতের সংখ্যা ২৭ হাজার ৫শ’ ছাড়িয়েছে।

সবকিছুর মধ্যে তীব্র খাদ্য সংকটে রয়েছে গাজার শিশুরা। নেই পর্যাপ্ত খাবার পানির বাবস্থা। ফলে, চরম মানবিক বিপর্যয়ের মুখে দেশটির সাধারণ মানুষ।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ছবি: আল জাজিরা।
রাফাহতে আবু সালেহ পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা লোকদের সন্ধান করছে কিছু ফিলিস্তিনি। ছবি: আল জাজিরা।
ইসরায়েলি বিমান হামলার পর খান ইউনিসের ভবনগুলির ওপর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: আল জাজিরা।
ইসরায়েলি বোমা হামলায় আহত ফিলিস্তিনিরা রাফাহ শহরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: আল জাজিরা।
রাফাহ শহরে ইসরায়েলি বোমা হামলায় নিহত স্বজনদের হারিয়ে শোক করছেন পরিবারের সদস্যরা। ছবি: আল জাজিরা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply