ক্যালিফোর্নিয়ায় পাহাড় ধসের শঙ্কায় উদ্ধার ৪৫ জন

|

যে কোনো সময় ধসে পড়বে পাহাড়। ঠিক সাগরের কিনারায় দাঁড়িয়ে আছে বাড়ি। এমনই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবার রাজ্যের ৪টি বাড়ি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজ্যের ইসলা ভিস্তার একটি ব্লক থেকে সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের। ঝুঁকিপূর্ণ বাড়িগুলো থেকে উদ্ধার করা হয় ৪৫ জনকে।

ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত অঙ্গরাজ্যটিতে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে পাহাড়ি অঞ্চলগুলো। চরম বিপদের মুখে সান বারবারা কাউন্টির এই বাড়িগুলো। ঝড়ের প্রভাবে সমুদ্র তীরবর্তী বাড়িগুলোর গায়ে দেখা দিয়েছে ফাটল।

রাজ্যের ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ফাটলের কারণে মঙ্গলবার সকালে ৪৫ জনেরও বেশি লোক সরিয়ে নেয়া হয়েছে। খালি করা হয়েছে অন্তত চারটি অ্যাপার্টমেন্ট।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply