ফ্লোর প্রাইস উঠলো আরও ৩ কোম্পানির, বাকি রইলো ৯

|

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৩টি কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর প্রাইস তুলে নেয়া কোম্পানি তিনটি হলো আনোয়ার গ্যালভানাইজিং, অরিয়ন ফার্মা ও রেনাটা।

তাতে এখন আর ৯টি কোম্পানির শেয়ারের ওপর ফ্লোর প্রাইস বহাল থাকলো। রেকর্ড ডেটের পর তুলে নেয়া হবে বিএটিবিসি, জিপি ও রবির শেয়ারের ফ্লোর প্রাইস।

এর আগে, ২২ জানুয়ারি ২৩টির কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়া হয়। তার আগে ১৮ জানুয়ারি ৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাদে অন্যান্য কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। শেয়ারবাজারে লাগাতার পতন ঠেকাতে না পেরে গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply