লটারির মাধ্যমে রাজউকের ৩২ সার্ভেয়ারকে পদায়ন

|

লটারির মাধ্যমে সদ্য যোগ দেয়া ৩২ জন সার্ভেয়ারকে বিভিন্ন দফতরে পদায়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজউক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পদায়ন করা হয়।

এ সময় রাজউক চেয়ারম্যান (সচিব) জনাব আনিছুর রহমান মিঞা বলেন, পদায়ন, বদলি ও অন্যান্য দাফতরিক কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রাজউক। এরই অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে, ফলে কোথাও কোনো তদবির না করেই স্বচ্ছতার সঙ্গে কর্মস্থলে যোগ দিয়েছেন তারা।

রাজউক চেয়ারম্যান আরও বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশে পৌঁছাতে হলে দক্ষ জনবল প্রয়োজন। এ সময় সদ্য যোগ দেয়া সার্ভেয়াররা তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত আগস্ট মাসেও ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে লটারির মাধ্যমে বিভিন্ন দফতরে পদায়ন করে রাজউক।

/আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply