মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর দুই সদস্যকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করেছে সামরিক জান্তা। তিন মাস আগের নৃশংস ওই হত্যাকাণ্ডের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ইরাবতি।
গণমাধ্যমটি জানায়, ম্যাগওয়ে অঞ্চলে এই বর্বর হত্যাকাণ্ড হয়। নিহতরা বিদ্রোহী গোষ্ঠী ওয়াইডিএফের সদস্য। মিয়ানমারের চলমান জান্তাবিরোধী প্রতিরোধ যুদ্ধে বড় ভূমিকা রাখছে তারা। জীবন্ত পুড়িয়ে হত্যা করার আগে তাদের নির্যাতন করা হয় বলেও জানায় গণমাধ্যমটি। এরপর ফাঁসিতে ঝুলিয়ে তাদের পোড়ানো হয়।
ভিডিওটি প্রথমে ফাঁস হয় স্থানীয় দুটি গণমাধ্যমে। পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, রাখাইন, কাচিন, শানসহ বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের দমাতে দীর্ঘদিন ধরে বর্বরতা চালাচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা।
/এএম
Leave a reply