উত্তরে ফের শৈত্যপ্রবাহ

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

একদিনের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে, ঘন কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলেছে সকালেই। রোদের তেমন উষ্ণতা না থাকলেও অনেকটাই কমেছে শীতের দাপট।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আজকের দিনে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রের্কড।

এর আগে, গত বুধবার একই সময়ে এ অঞ্চলে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিলো। প্রসঙ্গত, তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজকে আবার কমে এসেছে। তবে শীত তীব্রতা তেমন নেই।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply