হামাসের দেয়া শর্ত প্রত্যাখ্যান করলো ইসরায়েল

|

অস্ত্রবিরতি চুক্তির প্রস্তাবে হামাসের দেয়া শর্ত প্রত্যাখ্যান করলো তেল আবিব। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের দাবিকে উদ্ভট- আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় ছাড়া অন্য কোনো সমাধান নেই। তার দাবি, খুব শিগগিরই আসবে সাফল্য।

গেলো সপ্তাহে, কাতার ও মিসরের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি প্রস্তাব তৈরি করা হয়। যাতে সমর্থন জানায় ইসরায়েল। মঙ্গলবার তাতে কিছু শর্ত জুড়ে দেয় হামাস। যাকে ইতিবাচক আখ্যা দিয়েছেন মধ্যস্থতাকারীরা। এ বিষয়ক আলোচনায় মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। নেতানিয়াহুর অনড় অবস্থানের পরও চুক্তি নিয়ে আশাবাদী তিনি। বৃহস্পতিবার, কাতার ও মিসরীয় কর্মকর্তাদের আরেক দফা আলোচনা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply