জলবায়ুর পরির্বতনে হুমকির মুখে সারা পৃথিবী। টানা অষ্টম বারের মত এবারও সবচেয়ে উষ্ণতম মাস হলো জানুয়ারি। ২০২০ সালের সর্বোচ্চ তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে এ বছর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইউরোপীয় নিউনিয়নের কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানায় এ তথ্য। তাদের দাবি, জলবায়ুর পরিবর্তনের ফলেই পূর্ব প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের পানি ক্রমশই উষ্ণ হয়ে উঠছে এবং এ পরিবর্তন দেখছে বিশ্ববাসী।
জুন মাসকে বছরের সবচেয়ে উষ্ণতম মাস ধরা হয়। তবে প্রতি বছরই বেড়ে চলেছে এ মাসের উষ্ণতা।
এটিএম/
Leave a reply