কলম্বিয়ায় প্রেসিডেন্ট সমর্থকদের বিক্ষোভ

|

কলম্বিয়াতে এবার বিক্ষোভ করলো প্রেসিডেন্ট গুসতাভো পেত্রোর সমর্থকরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এটর্নি জেনারেল নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। জানিয়েছে এএফপি।

রাজধানী বগোতায় প্রসিকিউটর অফিস এবং প্যালেস অব জাস্টিসের সামনে চলছিল এই আন্দোলন। সেসময় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা। পাবলিক প্রসিকিউশন কার্যালয় বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে দাবি করেছেন প্রেসিডেন্ট গুসতাভো পেত্রো। বিক্ষোভকারীদের হাতে পতাকা, প্ল্যাকার্ড দেখতে পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ।

এটর্নি জেনারেল পদের বিপরীতে আছেন তিন জন প্রার্থী। বলা হচ্ছে, দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হলেও কেউই ১৬ ভোট পাননি, যা এটর্নি জেনারেল নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যক ভোট।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply