মিয়ানমারে গর্ভবতী নারী ও তিন শিশুকে হত্যার অভিযোগ

|

মিয়ানমারের সামরিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। পুরোনো ছবি: সংগৃহীত

মিয়ানমারে চলছে সশস্ত্র বিদ্রোহীদের সাথে জান্তার তুমুল সংঘর্ষ। বৃহস্পতিবারও (৮ ফেব্রুয়ারি) কারেন বিদ্রোহীরা অভিযোগ তোলে, কায়াহ রাজ্যে এক গর্ভবতী নারী ও তিন শিশুকে হত্যা করেছে সেনাবাহিনী। জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরাবতি।

কারেন বিদ্রোহীরা জানায়, এক পুরুষসহ পাঁচজনকে আটক করে সেনাবাহিনী। যার মধ্যে একজন পালিয়ে যেতে পারলেও বাকিদের হত্যা করা হয়। সাদাও প্রদেশ নিয়ন্ত্রণে নেয়ার পর এসব এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এসময় সামরিক বাহিনীর বিপুল অস্ত্রশস্ত্রও জব্দ করে বিদ্রোহীরা।

এদিকে, বাগো রাজ্যেও কারেন বিদ্রোহীদের সাথে সেনাদের ব্যাপক লড়াই চলছে। দুপক্ষের সংঘাতে কার্যত অবরুদ্ধ শহরটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply