সর্বজনীন পেনশন: বেসরকারি ব্যাংকের কর্মীদের অংশগ্রহণে নির্দেশ

|

দেশে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমে সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে গত বছরের ৩১ জানুয়ারি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন করে সরকার। যা চালু হয় ১৭ আগস্ট। পাঁচ মাস অতিবাহিত হলেও এই উদ্যোগের বাইরে রয়েছে বিপুল সংখ্যক মানুষ। চারটি স্কিমে যুক্ত হয়েছে মাত্র ১৮ হাজার জন।

এর মধ্যে প্রগতী স্কিমে আগ্রহ দেখিয়েছে সবচেয়ে বেশি মানুষ। তারপরে রয়েছে সুরক্ষা স্কিমের নাম। সরকারের এই স্কিমে প্রবাসীদের আগ্রহ নেই তেমন। সবচেয়ে কম সংখ্যাক মানুষ এই স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন। আর সমতা স্কিমে অর্থ জমার ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে সরকার। এদিকে, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে লোকবল নিয়োগ দিচ্ছে সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply