তিন মাস ৬ দিন পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
তার বড় ভাই মঈনুল হক এ তথ্য জানিয়ে বলেন, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।
গত বছরের ২ নভেম্বর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে আমিনুল হককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় করা ১২টি মামলায় তাকে আসামি করা হয়। এ সময় মামলায় গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় তাকে দুই দফায় ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ।
মঈনুল হক জানান, সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
/এমএন
Leave a reply