সরকার বিরোধী বিক্ষোভ চলছে আফ্রিকান দেশ সেনেগালে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশটির রাজধানীতে শতাধিক মানুষ জড়ো হয়ে চালায় প্রতিবাদ কর্মসুচী। এক প্রতিবেদনে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ২৪ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ২৫শে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে নির্বাচন কর্মসূচি। নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ আগে, ১০ মাস পিছিয়ে নেয়ার সিধান্ত দেন দেশটির বিচার মন্ত্রী। মূলত এই সিধান্তে ক্ষুব্ধ জনগন। তাদের দাবি, ক্ষমতা দখলের চেষ্টায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
বর্তমান সরকারের ক্ষমতা প্রসার আর দলটিকে ভারি করতে করা হচ্ছে এসব কারুকাজ। সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাস্তায় নামেন শতাধিক মানুষ।
প্রতিবাদ কর্মসুচির এক পর্যায় পুলিশ আর বিক্ষোভকারিদের মধ্যে শুরু হয় দাঙ্গা। পরিস্থিতি খারাপ হলে, পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা ইট-পাথর নিয়ে চালায় পাল্টা হামলা।
\এআই/
Leave a reply