গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফিলিস্তিনিদের সমর্থনে রাজধানী সানায় জড়ো লাখো মানুষ। এক প্রতিবেদনে প্রেস টিভি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের হাতে ছিলো বিশালাকৃতির ফিলিস্তিনি পতাকা। বিভিন্ন স্লোগানে গাজার সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানান তারা। ইসরায়েলবিরোধী প্ল্যাকার্ড নিয়ে প্রদর্শন করেন বিক্ষোভ। এ সময়, গাজায় চলমান বর্বরতার তীব্র নিন্দা জানান তারা।
এর আগে, গত ৭ অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইয়েমেনি এই গোষ্ঠী। জবাবে, দেশটির ভূখণ্ডেই হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবারও হুতিদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আর তারপরই এই বিক্ষোভ।
\এআই/
Leave a reply