ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন কর্নেল জেনারেল ওলেকসান্দর সিরস্কি। সেনাপ্রধানের পদ থেকে ভ্যালেরি জালুঝনিকে সরিয়ে দেওয়ার পর এমন সিদ্ধান্ত নেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনেস্কি । শনিবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এপি এ তথ্য জানায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনার পরই সেনাপ্রধান বদলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুদ্ধের বিষয়গুলো খুব ভালো বোঝেন সিরস্কি।
উল্লেখ্য, দুই বছর ইউক্রেনের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জালুঝনি। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, সামরিক নেতৃত্বে পরিবর্তন আনার সময় হয়েছে, তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
\এআই/
Leave a reply