মেডিকেল প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানার জুরাইন ঋষিপাড়া এলাকায় রান্না করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দেবর ও ভাবি দগ্ধ হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, বিনা রানী দাস(৩৮) ও তার দেবর শ্রী বনমালী দাস (৩০)।
দগ্ধ দেবর শ্রী বনমালী দাস জানান, সন্ধ্যায় তার ভাবি দুইতলা বিল্ডিংয়ের নিচতলায় রান্না করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়।পরে ভাবিকে বাঁচাতে গিয়ে তিনিও দগ্ধ হন। তিনি পেশায় একজন সিএনজি চালক এবং তার ভাবি গৃহিণী বলেও জানান তিনি।
ঢাকা মেদিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কদমতলী জুরাইনের ঋষিপাড়া এলাকা থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজন মেডিকেল বার্নের জরুরী বিভাগে এসেছেন। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি।
/এএস
Leave a reply