পাকিস্তানে নির্বাচনের ফল ঘোষণায় বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ

|

পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণা নিয়ে বিলম্বের প্রতিবাদে, বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে পিটিআইসহ বেশ কয়েকটি দলের সমর্থকরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার লাহোরের রাজপথে নামে, তেহরিক-ই-লাবায়েক পাকিস্তান-টিএলপি’র শত শত কর্মী সমর্থক। নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। অব্যবস্থাপনার অভিযোগ তুলে জানান নিন্দা।

টিএলপি নেতা সাদ রিজভির দাবি, অনেক আসনে এগিয়ে টিএলপি। তবে, জালিয়াতির লক্ষ্যে ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে। করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করে পিটিআই ও জামাত-ই-ইসলামির সমর্থকরা।

এ সময়, জাতীয় নির্বাচনে ভোটের ফল পাল্টে দেয়ার অভিযোগ করেন তারা। দলীয় পতাকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে শ্লোগান দেন পিটিআই সমর্থকরা। ভোট চুরির অভিযোগ তুলে ফলাফল মানা হবে না বলেও শ্লোগান দেন তারা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply