বাধ্যতামূলক সেনা নিয়োগ আইন প্রয়োগ করছে মিয়ানমারের জান্তা। সব তরুণ-তরুণীর জন্য বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে সামরিক বাহিনীতে যোগদান। রোববার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার এ আইন প্রয়োগের ঘোষণা দেয় সরকার। যা, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে। এক বিবৃতিতে জান্তা জানায়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ ও ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীকে অন্তত দু’বছরের জন্য নিতে হবে সেনা প্রশিক্ষণ। তবে, এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বলা হয়, শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে, ২০১০ সালে প্রণয়ন করা হয়েছিলো বাধ্যতামূলক সেনা নিয়োগ আইন। তবে, সেটি কার্যকর হয়নি। গত কয়েক মাসে, বিদ্রোহীদের কাছে বহু এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে কোনঠাসা সরকার। তাই, সেনা নিয়োগ আইন বাস্তবায়নের উদ্যোগ নিলো জান্তা।
\এআই/
Leave a reply