মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে

|

মৃত্যুদণ্ড বিলোপ করতে যাচ্ছে মালয়েশিয়া। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুযায়ী রদ করা হয়েছে ১২শ’রও বেশি ফাঁসির আদেশ।

খুব শীঘ্রই বিদ্যমান আইনের সংস্কার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমান আইনে খুন, অপহরণ, অস্ত্রের অপব্যবহার ও মাদক চোরাকারবারের অপরাধে দেয়া হতো মৃত্যুদণ্ড। ৱ

ব্রিটিশ শাসনামল থেকেই প্রচলিত এ আইন। বেশ কিছুদিন ধরেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে দেশটির জনগণ। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মানবাধিকার কর্মীরা। গেলো বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত, মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর তালিকায় মালয়েশিয়ার অবস্থান ছিল ১০ম। গত দশ বছরে মোট ৩৫ জনের ফাঁসির রায় কার্যকর করেছে দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply