বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং বডি। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোর টিকেট বিক্রি শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি থেকে। এক টিকিটেই দেখা যাবে দিনের দুই ম্যাচ।
বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম পর্বে ৬ দিনে ম্যাচ হবে মোট ১২টি। ১৩ ফেব্রুয়ারি ঘরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। রাতের ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। আগামী ২০ ফেব্রুয়ারিতে শেষ হবে বিপিএলের এই পর্ব।
ফিজিক্যাল টিকিট ক্রয়ের পাশাপাশি দর্শকেরা অনলাইনেও টিকিট কিনতে পারবে। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ ২৫০০ টাকা।
ম্যাচের এক দিন আগে থেকে এবং ম্যাচের দিন অ্যাভেইলেবলিটি সাপেক্ষে টিকিট পাওয়া যাবে। টিকিট কাউন্টার/বুথ সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।
বিপিএলের চট্টগ্রাম পর্বের টিকিট মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড – ২৫০০ টাকা, রুফ টপ হসপিটালিটি – ২৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড – ১৫০০ টাকা, ক্লাব হাউজ – ৮০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড – ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড – ২০০ টাকা।
টিকিট বিক্রির স্থান: সাগরিকা টিকেট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়াম টিকেট কাউন্টার।
সময়: সকাল ০৯.৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত (টিকেট পাওয়া যাবে ম্যাচের দিন থেকে এবং বিক্রি শুরু ১১ ফেব্রুয়ারি)।
/আরআইএম
Leave a reply