যুক্তরাষ্ট্রে হারিকেন মাইকেলের আঘাতে প্রাণ গেছে ৭ জনের

|

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানা হারিকেন মাইকেলের তাণ্ডবে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, ভূখণ্ডে আঘাত হানার সময় হারিকেনের গতিবেগ ছিলো ঘণ্টায় আড়াইশো কিলোমিটার। এর ব্যাপকতায় ভেঙ্গে পড়েছে বেশিরভাগ ঘরবাড়ি। লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় অঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে চার রাজ্যের ৯০ হাজার ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে।

প্রাণহানি এড়াতে ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দেন রাজ্য গর্ভনর রিক স্কট। কিন্তু, কর্তৃপক্ষের আদেশ অমান্য করে এখনও প্রায় ৩শ’ মানুষ রয়ে গেছেন নিজ ভিটেবাড়িতে।

বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে, উত্তাল সমুদ্র থেকে ২৭ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে, হারিকেন মাইকেলের তাণ্ডবে মধ্য আমেরিকায় প্রাণ হারায় অন্তত ১৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply