সাইবার ক্রাইমের শিকার মহেশবাবুর কন্যা

|

সিতারা (ডানে)। ছবি: হিন্দুস্তান টাইমস।

সাইবার ক্রাইমের শিকার ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশবাবুর কন্যা সিতারা। তার নামে ভুয়া প্রোফাইল খোলা হয়েছে বলে অভিযোগ করেন সিতারার বাবা। শনিবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, থানায় অভিযোগ জানানোর পাশাপাশি মহেশবাবুর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। সেই সাথে দেয়া হয়েছে হুঁশিয়ারি। মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সিতারার নাম দিয়ে খোলা হয় নকল আইডি। প্রতারণা চক্রটি, সিতারার নাম ব্যবহার করে অন্যান্য ব্যবহারকারীদের কাছে ট্রেডিং ও বিনিয়োগের লিঙ্ক পাঠায়।

প্রসঙ্গত, ২০০৫ সালে বলিউড অভিনেত্রী নম্রতা শিরোদকরকে বিয়ে করেন মহেশবাবু। এরপর ২০০৬ সালে প্রথম সন্তান গৌতমের জন্ম। ২০১২ সালে কন্যা সন্তানের মা হন নম্রতা। এখন প্রায় ১২ বছর বয়স সিতারার।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply