স্পেনের তারাগনার পোর্ট আভেন্তুরা থিম পার্কে রোলার কোস্টারের ওপর গাছ ভেঙে পড়ার ঘটনাতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। রোববারে (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কাতালান জরুরি সংস্থার তথ্যমতে, আহত ১৪ জনের মধ্যে গুরুতর আহত দু’জনকে দুটি ভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়াও আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পোর্ট আভেন্তুরার ওয়েবসাইটের তথ্যমতে, টমাহক রাইডটি বাচ্চাদের কাছে বেশ জনপ্রিয়। কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে প্রবল বাতাসের কারণে একটি গাছ রাইডের ওপরে পড়ে। ফলে, গাছটির কিছু শাখা যাত্রায় থাকা দর্শকদের আঘাত করে।
\এআই/
Leave a reply