গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আট ভারতীয়কে মুক্তি দিলো কাতার

|

ছবি: সংগৃহীত।

গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সাত জন এরইমধ্যে ভারতে ফিরেছেন। প্রায় ১৮ মাস কারাভোগ শেষে মুক্তি পেয়েছে তারা। মুক্তি পাওয়া আটজনকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। তাদের মুক্তি দেয়ার জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দিল্লি।

এর আগে, ২০২২ সালের অক্টোবরে কাতারের গোয়েন্দা বিভাগ ওই আট ভারতীয়কে আটক করে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। পরে দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়। তবে দিল্লির কূটনৈতিক তৎপরতায় মুক্তি পান তারা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply