গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক আব্দুর রহমান (৫৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান গোবিন্দগঞ্জ পৌর শহরের মতৃ নুরুল ইসলামের ছেলে। আব্দুর রহমান ভাড়ায় সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস রংপুরে যাচ্ছিলো। বাসটি কাটাখালি ব্রিজ এলাকায় পৌঁছিলে গোবিন্দগঞ্জগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আব্দুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এছাড়া ঘটনার সময় স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধারর করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
Leave a reply