রাফায় ইসরায়েলি অভিযানকে মার্কিন অভিযান বলে ফেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের একাত্মতার বিষয়টি আরও একবার স্পষ্ট হলো তার মন্তব্যে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গাজার রাফাহ উপত্যকায় ইসরায়েলের অভিযানকে মার্কিন অভিযান হিসেবে বলে ফেলায় বিতর্কের জন্ম দেন এই প্রেসিডেন্ট। পরে অবশ্য, ভুল বুঝতে পেরে কথার মাঝখানে শব্দ পরিবর্তন করে ফেলেন তিনি। হোয়াইট হাউসের লিখিত বার্তায়ও প্রমাণ মেলে বিষয়টির।
গাজায় ইসরায়েলি অভিযানের পেছনে অনেকেই মূল উস্কানিদাতা হিসেবে মনে করে যুক্তরাষ্ট্রকে। তেল আবিবকে বিলিয়ন-বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তাও দিয়েছে দেশটি। যদিও গাজায় যুদ্ধে তারা সরাসরি জড়িত নয় বলে দাবি ওয়াশিংটনের।
\এআই/
Leave a reply