গাজায় তেল আবিবের চলমান অভিযানে প্রাণ গেছে আরও তিন ইসরায়েলি সেনার। এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অভিযানে আহত হয়েছে আরও দুই ইসরায়েলি সেনা। উপত্যকার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় হয় হতাহতের এ ঘটনা।
নিহত সেনাদের মধ্যে একজন ৩৬ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নেতানেল ইয়াকভ এলকাউবি। তিনি গাজা বিভাগের দক্ষিণ ব্রিগেডের ৬৩০তম ব্যাটালিয়নের কমান্ডার।
অপরজন, ৩০ বছর বয়সী মেজর (অব.) ইয়ার কোহেন। তিনিও ৬৩০তম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার। নিহত আরেকজন সেনা, ২৭ বছর বয়সী সার্জেন্ট (ফার্স্ট ক্লাস) জিভ চেন। তিনি গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের সার্জেন্ট ছিলেন।
উল্লেখ্য, গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় তেল আবিবের চলমান আগ্রাসন শুরুর পর মৃত্যু হয়েছে কমপক্ষে ২২৭ ইসরায়েলি সেনার।
\এআই/
Leave a reply