জিম্মি উদ্ধার অভিযান যেন হার মানালো অ্যাকশন সিনেমাকেও!

|

রাফা থেকে দুই জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

ইসরায়েলি স্পেশাল ফোর্সের জিম্মি উদ্ধার অভিযান যেন হার মানায় হলিউডের কোনো অ্যাকশন চলচ্চিত্রকেও। রাফায় হামাসের গোপন আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দুই জিম্মিকে। খবর বিবিসির।

রাফার একটি এলাকাতেই রাখা হয়েছে বন্দিদের, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করে ইসরায়েলি স্পেশাল ফোর্স। থার্মাল ভিডিওতে দেখা যায়, একটি ভবন লক্ষ্য করে কমান্ডো অভিযান চালায় ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ওই ভবনটির দ্বিতীয় তলায় আটকে রাখা হয় দুই জিম্মিকে।

তেল আবিব বলছে, তাদের শরীরে বাধা ছিলো বিস্ফোরক। এসময় হামলা চালায় হামাস সদস্যরা। তাদের ঠেকাতে পাল্টা গুলি করে ইসরায়েলি সেনারা। এসময় হেলিকপ্টার গানশিপ থেকেও চলে হামলা। এতে হতাহত হয় বহু ফিলিস্তিনি।

উদ্ধারের পর হেলিকপ্টারে করে দেশে ফিরিয়ে নেয়া হয় লুইস হেয়ার এবং সায়মন মারমান নামের দুই ইসরায়েলিকে। আইডিএফ জানিয়েছে, সুস্থ আছেন জিম্মিরা। পরীক্ষা নিরীক্ষার জন্য নেয়া হয়েছে হাসপাতালে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভুখণ্ডে অভিযান চালিয়ে অনেককে আটক করে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হাতে এখনও ১৩০ ইসরায়েলি জিম্মি রয়েছে বলে অভিযোগ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply