উন্নয়ন প্রকল্প নিয়ে অযথা কালক্ষেপণ করা যাবে না: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন, প্রকল্প নিয়ে অযথা কালক্ষেপণ করা যাবে না। প্রতিশ্রুত বিদেশি ঋণের প্রকল্প দ্রুত বাস্তবায়নে তৎপর হতে হবে। শেষ হওয়া সব প্রকল্পের প্রভাব সরকার পর্যালোচনা করবে বলেও জানান।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি। বলেছেন, বহির্বিশ্বে সঙ্কটের চাপ এসে পড়েছে অর্থনীতিতে। এতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন, ফলে বেড়ে যাচ্ছে দাম। এ সঙ্কট মোকাবেলায় নিজস্ব সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন প্রধানমন্ত্রী।

নতুন সরকারের প্রথম একনেক সভা বসে আজ। তাতে প্রকল্পের সময় বৃদ্ধি না করার বিষয় গুরুত্ব পায়। সভায় অনুমোদন পেয়েছে ৯টি প্রকল্প।

এ সভায় ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন দিয়েছে কমিটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply