কবে আন্দোলনের গতি বাড়বে জানালেন রিজভী

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির অন্য গুরুত্বপূর্ণ নেতারা কারামুক্ত হলেই আন্দোলনের গতি বাড়বে। রাজপথে আরও জোরালো হবে সরকার পতনে দলটির দাবি— এ কথা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অভিযোগ করেন, ‘জবরদখলের সরকার’ জনগণের বাঁচা-মারা পাত্তা দেয় না। দ্রব্যমূল্য বৃদ্ধি আর চাঁদাবাজির কারণে মানুষ ভালো নেই। পানির দাম বাড়াতে কৌশল করছে সরকার।

রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, গণতন্ত্রের লেবাসে দেশে হত্যা-লুট-রাহাজানি চলছে। বিএনপি নেতাকর্মীদের ঢালাওভাবে কারাগারে নেয়ার পর এ পর্যন্ত ১৫ জন মারা গেছে।

প্রসঙ্গত, কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু সব মামলায় জামিন পেয়েছেন। কারামুক্তিতে বিএনপির এ দুই নেতার বাধা নেই গতকাল বুধবার জানিয়েছিলেন তাদের আইনজীবী।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় এতদিন পর্যন্ত তারা আটকে ছিলেন। গতকাল বুধবার দুজনেই মামলাটিতে জামিন পান। অন্য মামলাগুলোতে আরও আগেই জামিন পেয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply