Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দাবি প্রাবো সুবিয়ান্তোর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দাবি করছেন প্রাবো সুবিয়ান্তো। বেসরকারি ফলাফল অনুযায়ী ৫৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

দেশটির রাজধানীতে সমর্থকদের সাথে বিজয় উদযাপনও করেছেন ৭২ বছরের এই নেতা। তবে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হলেই বাকি আনুষ্ঠানিকতা করবেন- এমনটা নিশ্চিত করেন। বিজয় ভাষণে, সমর্থকদের এখনই উল্লাস প্রকাশে বারণ করেন তিনি।

বেসরকারি হিসাব অনুসারে, প্রতিপক্ষ অ্যানিস বাসভেদান ও গাঞ্জার প্রানোর ঝুলিতে জমা পড়েছে যথাক্রমে ২৫ ও ১৭ শতাংশ ভোট। প্রেসিডেন্ট জোকো উইদোদো সমর্থিত প্রার্থী হিসেবে প্রাবোকে বিবেচনা করেন অনেকে। আগামী ২০ মার্চ ঘোষিত হবে চূড়ান্ত ফলাফল।

এটিএম/

Exit mobile version