সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ দলের স্পন্সর হচ্ছে রবি

|

ফাইল ছবি

আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম স্পন্সর হচ্ছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’। আগামী সাড়ে তিন বছরের জন্য জাতীয় দলের স্পন্সর হচ্ছে তারা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়ার কথা রয়েছে বোর্ডের।

এর আগেও তামিম-সাকিব-মুশফিকদের জার্সিতে ছিল রবির নাম। আগের স্পন্সর দারাজের সাথে চুক্তি শেষ হয়েছে গেল নভেম্বরে। এরপর কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়নি বোর্ডের। তাই তো নারীদের আন্তর্জাতিক ম্যাচ, শান্তদের নিউজিল্যান্ড সিরিজ এমনকি যুব বিশ্বকাপেও টাইগারদের জার্সিতে ছিল না কোনো প্রতিষ্ঠানের নাম। সেখানে তিন মাস পর রবির সাথে চুক্তি হচ্ছে বিসিবির।

পুরুষ দল ছাড়াও বয়সভিত্তিক দল, এইচপি, নারী দলেরও স্পন্সর থাকবে প্রতিষ্ঠানটি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে চুক্তিতে রাখা হয়েছে একটি বিশেষ ধারা- অধিনায়ক ও সহ-অধিনায়ক রবি ছাড়া অন্য কোনো মোবাইল কোম্পানির সাথে ব্যক্তিগত কোনো চুক্তি করতে পারবে না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply