সরকারের সাথে আলোচনায়ও হয়নি কোনো সমাধান। দিল্লি অভিমুখে যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিলো ভারতের আন্দোলনরত কৃষকরা।
চন্ডিগড়ে বৈঠক শেষে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানান কৃষক নেতারা। আন্দোলন থামাতে, কৃষকদের সাথে বৃহস্পতিবার তৃতীয় দফা আলোচনায় বসেন কেন্দ্রীয় মন্ত্রীদের একটি প্রতিনিধি দল। কৃষক নেতারা বলছেন, তাদের দাবি পূরণে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে মোদি সরকার।
এদিকে, সরকার বলছে, বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে, সমস্যা সমাধানে আরও আলোচনার প্রয়োজন বলেও মত তাদের। জানান, রোববার আবারও কৃষকদের সাথে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেলো মঙ্গলবার, শস্যের ন্যুনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণ’সহ বেশকিছু দাবিতে রাজপথে নামেন ভারতের চাষীরা। শুরু করেন রাজধানী অভিমুখে যাত্রা।
/আরআইএম
Leave a reply