Site icon Jamuna Television

ঢাকায় জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানার উদ্ধোধন

রাজধানীর উত্তরখানে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে মাদরাসা, মসজিদ ও এতিমখানা। এটি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এর উদ্বোধন করেন ।

এ সময় মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে সালমা ইসলাম বলেন, তোমরা খুবই ভাগ্যবান। আল্লাহ তোমাদের কোরআন শেখার সুযোগ দিয়েছে। অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

সালমা ইসলাম আরও বলেন, যে সকল শিক্ষার্থী এখান থেকে বের হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে, যমুনা গ্রুপ তাদের পাশে থাকবে। আর যমুনা গ্রুপে এতিম শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই মাদরাসা ও এতিমখানায় চার শতাধিক শিশু শিক্ষা নেয়ার পাশাপাশি থাকতে পারবে।

/আরএইচ/এমএন

Exit mobile version