চোটের কারণে এক বছরের জন্য মাঠের বাইরে জেমিসন

|

ছবি: সংগৃহীত

মাউন্ট মঙ্গানুইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব করেন কাইল জেমিসন। জানা গেছে, পিঠে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়ায় এক বছর মাঠের বাইরে থাকতে হবে এই কিউই পেসারকে।

কয়েক বছর আগে নিউজিল্যান্ড জাতীয় দলে অভিষেক হলেও খুব বেশি খেলা হয়নি পেসার কাইল জেমিসনের। যার প্রধান কারণ ইনজুরি। দীর্ঘকায় এই পেসার সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট পেয়েছিলেন। এরপরই পিঠের ব্যথায় খেলেননি দ্বিতীয় টেস্ট।

এর আগে পিঠের যে জায়গায় অস্ত্রোপচার করাতে হয়েছিল এবারও একই জায়গা চোট পেয়েছেন। এবার অস্ত্রোপচার করানো না লাগলেও, এই চোট আরও ভয়ঙ্কর। পেসারদের জন্য ‘স্ট্রেস ফ্র্যাকচার’ সাধারণত খুবই বাজে ধরনের চোট। কখনও কখনও এটা ক্যারিয়ারঘাতীও হয়ে উঠতে পারে। যে চোট থেকে পুনবার্সনের জন্য দীর্ঘ শারীরিক ও মানসিক ধকল সামলাতে হবে জেমিসনকে। এখন পর্যন্ত ১৯টি টেস্টে ৮০, ১৩ ওয়ানডেতে ১৪ এবং ১৩টি টি-টোয়েন্টিতে ১৩ উইকেট পেয়েছেন জেমিসন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply