ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী অন্নপূর্ণা দেবী আর নেই। শনিবার ভোররাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়৷
পদ্মভূষণে সম্মানিত এই শিল্পী বার্ধক্যজনিত বেশ কিছু রোগে আক্রান্ত হয়েছিলেন৷
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর৷ তার মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অন্নপূর্ণার আসল নাম রওশন আরা বেগম। তিনি ১৯২৭ সালের ২৩ এপ্রিল মধ্যপ্রদেশের মাইহারে জন্মগ্রহণ করেন।
তার বাবা ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খাঁ। কিংবদন্তি সরোদ বাদক আলী আকবর খাঁ তার ভাই।
অন্নপূর্ণা তার বাবার কাছে তালিম নেন এবং তার বাবার ছাত্র ও বিখ্যাত সেতার বাদক রবিশংকরকে বিয়ে করেন। বিয়ের পর অন্নপূর্ণা হিন্দু ধর্ম গ্রহণ করেন ৷
তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। রবিশংকরের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম শুভেন্দ্র শঙ্কর। শুভ অল্প বয়সেই মারা যায়৷
পরবর্তীকালে অন্নপূর্ণা ম্যানেজমেন্ট গুরু রুশিকুমার পাণ্ডেকে বিয়ে করেন৷
একদিকে তিনি যেমন ভারতীয় কিংবদন্তী সংগীত শিল্পী হয়ে ওঠেন তেমনি মুম্বাইতে ভারতীয় ক্লাসিক্যাল সংগীত শিক্ষা দিতে থাকেন।
তার শিষ্যদের মধ্যে রয়েছেন হরিপ্রসাদ চৌরসিয়া,নিখিল বন্দ্যোপাধ্যায়,অমিত ভট্টাচার্য, আশিস খান প্রমুখ৷
সংগীত জীবনে তিনি দেখিয়েছেন অসামান্য কীর্তি। তার কৃতিত্বের জন্য তিনি ১৯৭৭ সালে পদ্মভূষণ, ১৯৯১ সালে সংগীত নাটক একাডেমি আওয়ার্ড, ১৯৯৯ সালে দেশিকোত্তম খেতাব পান।
Leave a reply